অ্যাপলের সহায়তা ছাড়াই আইফোন আনলক করলো এফবিআই

apple vs fbiসান বার্নাডিনো হামলার জন্য অভিযুক্ত সৈয়দ রিজওয়ান ফারুকের আইফোনের লক খুলতে সমর্থ হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। আর এতে অ্যাপলের কোন সহযোগিতা লাগেনি। ফলে এ নিয়ে চলা মামলার আর কোন যৌক্তিকতা থাকল না।

এর আগে এ বিষয়ে অ্যাপল এফবিআইকে সহায়তা করতে অস্বীকৃতি জানানোর পর, সংস্থাটি এ্যপলের বিরুদ্ধে মামলা করে। কিন্তু এখন তৃতীয় পক্ষের সহায়তা নিয়ে আইফোন আনলক করেছে এফবিআই। ফলে তারা অ্যাপলের ওপর থেকে মামলা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, আইনি লড়াই চলার সময় অ্যাপলের যুক্তি ছিল, এই লক খুলতে প্রতিষ্ঠানটিকে নতুন একটি সফটওয়্যার তৈরি করতে হতো। এবং বিষয়টির মাধ্যমে ব্যক্তির তথ্যের নিরাপত্তা লংঘন হয়।

ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোতে এক মুসলিম দম্পতি সৈয়দ রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাশফিন মালিকের গুলিতে ১৪ জন নিহত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.