ফোন আনলো গুগল

2016_03_30_17_56_33_wtOm6m6O44dRMLGG2WzJit6gxjNOqJ_originalগুগল শুধু স্বনিয়ন্ত্রিত গাড়ি আর বিভিন্ন মডেলের ড্রোন তৈরিতেই ব্যস্ত নয়, পুরনো দিনের ল্যান্ড ফোনের স্বাদ ফিরিয়ে দিতে এবার চালু করলো ফাইবার ফোন। এই ফাইবার ফোন দেখতে পুরনো দিনের ল্যান্ড ফোনের মতো। ফাইবার ইন্টারনেট সার্ভিসের সাহায্যে ফোনটি পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে আস্তে আস্তে বাড়ছে এই ফোনের চাহিদা।

ফাইবার ফোন হলো গুগল ফাইবার গ্রাহকদের ল্যান্ড লাইন। এই সংযোগ নেয়ার ক্ষেত্রে প্রতিমাসে অতিরিক্ত ১০ ডলার খরচ করতে হয়। আর ৭০ ডলারে মিলবে সারামাসের ইন্টারনেট সংযোগ। ১২০ ডলারে ইন্টারনেট লাইন এবং টিভি সংযোগ পাওয়া যাবে গুগলের এই সেবাতে।

গুগলের ভয়েস কলের মতো চার্জ পড়বে আন্তর্জাতিক কলে। ল্যান্ডলাইনে কল ওয়েটিং, কলার আইডি এবং ৯১১ সহ ফোনের যাবতীয় সুবিধা মিলবে এই ফোনে। এর সাথে রয়েছে ভয়েস টু টেক্সট ট্রান্সক্রিপশনস যা গুগল ভয়েসে আছে।

বর্তমানে গুগলের এই ল্যান্ডফোন সার্ভিস আবাসিক গ্রাহকদের জন্য কিছু এলাকায় পাওয়া যাচ্ছে। তবে এটা নিশ্চিত গুগলের ল্যান্ডফোন কোন গুজব নয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.