হাজার টাকা ঘুষ খেয়ে শ্রীঘরে সিভিল এভিয়েশন নিরাপত্তা কর্মকর্তা

youth-md20160331115329এক হাজার টাকার লোভ সামলাতে পারেননি সিভিল এভিয়েশন অথরিটির নিরাপত্তা কর্মকর্তা মোশারফ। মঙ্গলবার মধ্যরাতে মালয়েশিয়াগামী নজরুল নামের এক যাত্রীর কাছে থেকে এক হাজার টাকা ঘুষ নেন তিনি।

ফেসবুকের মাধ্যমে অভিযোগ পেয়ে বিষয়টির অনুসন্ধানে নেমে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা পেয়ে নিরাপত্তা কর্মকর্তা মো. মোশারফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করে জেলে পাঠিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসূফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউসূফ জানান, সিভিল এভিয়েশন অথরিটির নিরাপত্তা কর্মকর্তা মোশারফ মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রী নজরুলের কাছ থেকে এক হাজার টাকা নিয়েছেন। ৯ হাজার টাকা নিয়ে বিমানবন্দরে আসেন নজরুল। আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে নগদ পাঁচ হাজার টাকার বেশি নেয়া যাবে না বলে তার কাছ থেকে এক হাজার টাকা রেখে দেন মোশারফ হোসেন ও আতিক নামের দুই নিরাপত্তা কর্মকর্তা। বাকি ৮ হাজার টাকা তাকে দিয়ে বিমানে ওঠার অনুমতি দেন। তবে আইন অনুযায়ী একজন যাত্রী নগদ ৫ হাজার টাকা সঙ্গে রাখতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.