সরাইলে বাবার মৃত্যুশোকে ছেলের মৃত্যু

সোমবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের সীতাহরণ গ্রামে বাবার মৃত্যুর দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন, সীতাহরণ গ্রামের সাত্তার মিয়া(৯০) ও তাঁর একমাত্র ছেলে ফজলুল হক (৪০)। ঘটনার পর এদিন সকালে নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে বাবা-ছেলেকে পাশাপাশি স্থানে দাফন করা হয়।

বাবা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীন ইসলাম জানান, গত প্রায় দেড় বছর ধরে গ্রামের বৃদ্ধ সাত্তার মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার ভোর রাতে সাত্তার মিয়া মারা যান। এই শোক সহ্য করতে না পেরে তার এক মাত্র ছেলে রিকশা চালক ফজলুল হক দুই ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) মারা যান।

তিনি বলেন, এ নিয়ে এলাকায় কোনো ধরণের সমস্যা নেই। সকালে নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে বাবা-ছেলের মরদেহ দাফন করা হয়।

এ ব্যাপারে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া বলেন, ঘটনা শুনে সেখানে টিম পাঠিয়ে ছিলাম। তাদের কারোরই জ্বর-সর্দি কাশি ছিল না। এদের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ-এস-এম বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। দু’জনেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বাবা ছেলের লাশ দাফন করা হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু বলে তিনি নিশ্চিত করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.