বলিউডে এখন আর দেখা মেলে না প্রিয়াঙ্কা চোপড়ার। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’, সিনেমা ‘বেওয়াচ’ নিয়েই ব্যস্ত দিন পার করছেন এই নায়িকা। হলিউডে কাজ করতে গিয়ে কি তবে কোন সম্পর্কে জড়ালেন পিগি চপস, প্রশ্নটা যে ভক্তদের মনে জাগে না, এমন নয়। প্রিয়াঙ্কা এবার জানিয়েছেন সেই প্রশ্নের জবাব।
নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি। ফিল্মফেয়ারের একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কার সঙ্গে প্রেম করছেন তিনি? সেই বিশেষ পুরুষটি কি ‘কোয়ান্টিকো’ সিরিজের কোন সহ অভিনেতা? প্রিয়াঙ্কা তার উত্তরে বলেছেন, ‘কোয়ান্টিকো’র সমস্ত কো-স্টররা হয় বিবাহিত, নয়তো সিরিয়াস সম্পর্কে আছেন। তাই সেখানে সম্পর্কে জড়ানোর প্রশ্নই আসে না।
তবে তিনি এও জানালেন, তিনি জানেন, ভক্তরা তার জীবনের সেই বিশেষ পুরুষ সম্পর্কে জানতে চান। তিনি বলবেনও। তবে সেদিন, যেদিন তার হাতের অনামিকায় থাকবে বাগদানের আংটি। সেদিন সারা বিশ্বকে তার প্রেমকাহিনি শোনাবেন প্রিয়াঙ্কা। তার আগে নয়।
আরও খবর