মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কোদাল্লার খাল এলকায় র্যাবের সাথে কথিত গোলাগুলিতে এক বনদস্যু গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে র্যাব।
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোলাগুলির ওই ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তির বিস্তরিত নাম-পরিচয় জানাতে পারেনি র্যাব।
তিনি বলেন, সুন্দরবনে জেলেদের কাছ থেকে একদল বনদস্যু চাঁদা দাবি করছে খবর পেয়ে র্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযানে চালায়। এ সময় বনদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি করে।
“এক পর্যায়ে অজ্ঞাত এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”
এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও গুলি উদ্ধার এবং এ ঘটনায় তাদের দুই সদস্য আহত হওয়ার কথা জানিয়েছে র্যাব।