সোমবার (৩০ মার্চ) মোংলা উপজেলার চটেরহাট এলাকায় নিতাই খাল থেকে নৌকায় করে হরিণের মাংস নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি আটক করেছে পুলিশ।
আটক বাক্তির নাম মনির হোসেন (২৭), সে রামপাল উপজেলার কাঠাল গ্রামের ইউনুস আলীর ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে ফিরছিল মনির। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস সহ মনিরকে আটক করা হয়। নৌকায় তল্যাশী চালিয়ে ৩৪ কেজি মাংস পাওয়া যায়। আইনগত প্রক্রিয়া শেষ করে জব্দকৃত মাংস ও আটক মনিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।