পঞ্চমবার করোনা পরীক্ষায় পজিটিভ কণিকা কাপুর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলিউড প্লেব্যাক গায়িকা কণিকা কাপুর। আবারো তার কোভিড-১৯ টেস্ট ফলাফল পজিটিভ এসেছে।

সাধারণত ৪৮ ঘণ্টা পর পর করোনভাইরাস রোগীর টেস্ট করা হয়। মঙ্গলবার কণিকার টেস্ট করলে পঞ্চমবারের মতো পজিটিভ আসে।

বর্তমানে উত্তরপ্রদেশের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন কণিকা। এই গায়িকার অবস্থা প্রসঙ্গে ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আরকে ধীমান বলেন, ‘তার অবস্থা বর্তমানে স্বাভাবিক। চিন্তার কোনো কারণ নেই।’

গত ৯ মার্চ লন্ডন থেকে ভারতে ফেরেন কণিকা কাপুর। পরবর্তী সময়ে করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষা করান এবং রিপোর্ট পজিটিভ আসে। দীর্ঘ এগারো দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ‘বেবি ডল’ গানখ্যাত এই গায়িকা।

সম্প্রতি তার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবার। ভক্তরাও উদ্বেগ প্রকাশ করেন। এরপর গতকাল সোমবার তার শারীরিক অবস্থা নিয়ে ইনস্টাগ্রামে এই গায়িকা লেখেন, ‘ঘুমাতে যাচ্ছি। সবাইকে ভালোবাসা। সবাই নিরাপদে থাকুন। আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য ধন্যবাদ। তবে আমি আইসিইউ-তে নেই। আমি ঠিক আছি। আশা করছি পরবর্তী পরীক্ষা নেগেটিভ আসবে। বাড়ি যাওয়ার অপেক্ষায় আছি, বাচ্চাদের ও পরিবারের কথা খুব মনে পড়ছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.