বাংলাদেশকে প্রেজেন্ট করছেন আর্সেনাল সাপোর্টার আতা

Ahmed-Ataএভিয়েশন নিউজ: লন্ডন প্রবাসী আহমেদ আতা বারক্লেইস ইংলিশ প্রিমিয়ার লীগের একজন অনুরাগী। তাদের কোন খেলাই সে মিস করে না। মাঠে বসে খেলা দেখে আতা বাংলাদেশকে উপস্থাপন করেন। স্টেডিয়ামে ওঠা আহমেদ আতার একটি ছবি এভিয়েশন নিউজের হাতে এসেছে। আতা বর্তমানে লন্ডনের ব্রুনেল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন।

প্রসঙ্গত, ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ক্লাব আর্সেনাল। আর্সেনাল মোট ১৩ বার প্রথম বিভাগ এবং ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা, ১০ বার এফএ কাপ এবং ২০০৫-০৬ মৌসুমে লন্ডনের প্রথম ক্লাব হিসাবে উয়েফা চ্যাম্পিয়ন্‌স লীগের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়াও ইউরোপীয় ফুটবলের সেরা ক্লাবদের সংঘ জি-১৪-এর গুরুত্বপুর্ণ সদস্য। আর্সেনালের প্রতিষ্ঠা ১৮৮৬ সালে দক্ষিণ-পূর্ব লন্ডনের ওউলিচে। ১৯১৩ সালে হাইবারিতে স্থানান্তরিত হয়। সেখানে স্থাপিত হয় আর্সেনাল স্টেডিয়াম। এরপর ২০০৬ সালের মে মাসে লন্ডনের হলোওয়েতে, এমিরেট্‌স স্টেডিয়াম তাদের প্রধান কার্যালয় হিসাবে আত্মপ্রকাশ করে।

যদিও ক্লাবটির প্রতিষ্ঠা ১৮৮৬ সালে, আর্সেনালের সাফল্যের সূচনা ১৯৩০ সালে প্রথমবারের মতো লীগ চ্যাম্পিয়ন শিরোপা জয়ের মধ্য দিয়ে। ১৯৭০- ৭১ মৌসুমে বিংশ শতাব্দীর প্রথম দল হিসাবে আর্সেনাল যুগ্ম শিরোপা জয় করে। শেষের বিশটি বছর ছিল ক্লাবটির স্বর্ণ যুগ। এসময় তারা দ্বিতীয়বারের মতো আবার ২০০৩- ০৪ মৌসুমে যুগ্ম শিরোপা জয় করে। এই মৌসুমেই তারা অপরাজিত থেকে লীগ শিরোপা জয় করে। ২০০৫- ০৬ সালে তারা লন্ডনের প্রথম ক্লাব হিসাবে উয়েফা চ্যাম্পিয়ন্‌স লীগের ফাইনালে উত্তীর্ণ হয়।

প্রথাগতভাবে আর্সেনালের রঙ লাল, সাদা। তবে ইতিহাসে বেশ কয়েকবার তারা তা পরিবর্তন করেছে। একইসাথে পরিবর্তিত হয়েছে ক্লাবটির অবস্থান। বর্তমানে তারা আছে লন্ডনের হলোওয়ের এমিরেট্‌স স্টেডিয়ামে। আর্সেনালের রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী। তাদের প্রধান প্রতিদ্বন্দী টটেনহ্যাম হটস্পার। ইংরেজ ফুটবলে অন্যতম ধনী ক্লাব আর্সেনাল(২০০৭ সালে ৬০০মিলিয়ন পাউন্ড)। ক্লাবটির মহিলা দল আর্সেনাল এলএফসি ইংরেজ মহিলা ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.