করোনা সন্দেহে নরসিংদীতে ২ বাড়ি লকডাউন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৭ ওয়ার্ডের পিরিন্দার টেক গ্রামে করোনাভাইরাস সন্দেহে দুটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী ওই বাড়ি দুটিসহ এর আশপাশে জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পিরিন্দার টেক গ্রামের এক বাড়িতে ৪০ বছরের এক পুরুষের করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় তাৎক্ষণিক ওই বাড়িসহ দুটি বাড়ি লকডাউন করা হয়। এ ছাড়া ওই বাড়ির আশপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, সন্দেহজনক ব্যক্তি কয়েকদিন আগে নরসিংদী শহরে ইতালিফেরত তার এক বোনের বাড়িতে বেড়াতে যান। ধারণা করা হচ্ছে, সেখান থেকে সংস্পর্শে এসে তিনি আক্রান্ত হতে পারেন। আক্রান্ত ব্যক্তি দুই শিশু কন্যা ও স্ত্রী নিয়ে পিরিন্দার টেক গ্রামে বসবাস করে আসছেন। আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য আইইডিসিআরে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে টিম এসে পরীক্ষা করার পর করোনাভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ দিকে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, লকডাউনের পর ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেন বাড়ির আশপাশে যেতে না পারে তার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া লকডাউন হওয়া বাড়িগুলোতে খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.