‘এগিয়ে আসুন সবাই’

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এগিয়ে আসুন সবাই। সাধারণ মানুষের কাছে এভাবেই এবার আবেদন করলেন কারিনা কাপুর খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে কারিনা একটি স্টেটাস শেয়ার করেন। সেখানেই করোনা মোকাবেলার জন্য প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান কাপুর-কন্যা।

কারিনা জানান, করোনা মোকাবিলায় ৩টি স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে তাঁরা অনুদানের জন্য সবাই আহ্বান জানান। যার মধ্যে রয়েছে ইউনিসেফ, গিভ ইন্ডিয়া এবং আইএএইচভি। সবাই একসঙ্গে লড়াই করলে তবেই করোনা ভাইরাসের মোকাবিলা করা যাবে বলে মত প্রকাশ করেন কারিনা কাপুর খান। প্রসঙ্গত, ইউনিসেফ, গিভ ইন্ডিয়া এবং আইএএইচভি-তে অনুদান দেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়াও।

যদিও ওই তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে অনুদান দিলেও, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নবাব-বেগম অনুদান দিয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.