সিঙ্গাপুরে আরও ১০ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

সিঙ্গাপুরে নতুন করে ৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১০ জন বাংলাদেশি। করোনা আক্রান্তের মধ্যে আটজন দেশটির লং টার্ম পাস হোল্ডার বাকিরা ওয়ার্ক পাস হোল্ডার। ১ এপ্রিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

আজকের ১০ জনসহ এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৩০ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চারজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন। ২৬ জন এখনও চিকিৎসাধীন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০০০ জন৷

বুধবার আরও ৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷ এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৪৫ জন। আজ করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি৷ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ৩ জনের মৃত্যু হয়েছে৷

আক্রান্তদের ৭৪ জনের মধ্যে ২০ জন বাহিরের দেশে থেকে এসেছে। তারা সর্বশেষ ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকা, আসিয়ানভুক্ত দেশ ও এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে ভ্রমণ করে সিঙ্গাপুর ফিরেছেন। ৫৪ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ ২৯ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সাথে যোগাযোগ রয়েছে। ২৫ জনের তথ্য এখনও পাওয়া যায়নি।

তবে আজকে নতুন ক্লাস্টার লি আ মুই নামের একটি বৃদ্ধাশ্রম থেকে ১০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সানগেই কুদুত নামের ডরমিটরি থেকে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এছাড়া আজকে বুধবার ওয়েস্টলাইট ডরমিটরি থেকে ২ জন, S11 ডরমিটরি থেকে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

৪৫৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ২৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ২৯১ জনের অবস্থা ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডি রিসোর্ট চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.