করোনাভাইরাসে আরো দুজন আক্রান্ত, নতুন কোনো মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৫৬ জনের সংক্রমণ ধরা পড়ল।এই সময়ে দেশে করোনাভাইরাসে কোনো মৃত্যু নেই।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

হাবিবুর রহমান বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৫৬ জনের সংক্রমণ ধরা পড়েছে। আর এই সময়ে দেশে করোনাভাইরাসে কোনো মৃত্যু নেই। তিনি বলেন, যে দুইজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাঁদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। আক্রান্ত দুজনই পুরুষ। ১৪১ জনের মধ্যে নমুনা পরীক্ষা করে এ দুজনের শরীরে করোনা শনাক্ত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.