রাঙামাটির কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম উসুই প্রু মারমা (৩০)। সে, জিং হ্লা মারমার সন্তান।

চন্দ্রঘোন থানার অফিসার ইনচার্জ মো. আশ্রারাফ উদ্দিন বলেন, ‘মধ্যরাতে উসুই প্রু মারমা ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিকে একদল সন্ত্রাসী ঘর থেকে ডেকে গুলি করে হত্যা করে। ভোর রাতে তার লাশ থানায় নিয়ে আসি। কারা ঘটনার সঙ্গে জড়ির এখনও সেটি বলা সম্ভব হচ্ছে না। তবে ওই এলাকাটি সন্তু লারমা জেএসএস এর নিন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত।’

কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, ‘পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ আওয়ামী রাজনীতি করলে সন্ত্রাসীরা তাদের বিভিন্ন সময় হত্যার মাধ্যমে আওয়ামী রাজনীতি করতে বাধা দিয়ে আসছে। এটি সেই কারণেই হয়েছে বলে আমরা মনে করছি।’

তিনি আরও জানান, ‘রাতে ঘটনা শোনার পর সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছি। নিহত উসুই প্রু মারমার স্ত্রী আমাদের জানিয়েছেন মধ্যরাতে ৭-৮ জন বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বাসা থেকে ১ কিলোমিটার দূরে নিয়ে তাকে তিন রাউন্ড গুলি করে হত্যা করে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।’

এদিকে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘পাহাড়ের অবৈধ অস্ত্রধারীরা এই ঘটনা ঘটিয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.