এভিয়েশন নিউজ: সৌদি আরবে বাংলাদেশের হজ এজেন্সীগুলো ব্যাংক হিসাব খুলতে পারছেনা। সৌদী আরবের কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন না পাওয়ায় ব্যাংক হিসাব খোলার কাজ আটকে আছে। নির্ধারিত সময়ে ব্যাংক একাউন্ট খোলা না হলে বাড়িভাড়া হবে না। বাড়ি ভাড়া না হলে বারকোড ও ভিসাও মিলবে না। আর ভিসা না পেলে হজযাত্রীরা সৌদী আরব যেতে পারবেন না।
এ নিয়ে সৌদি সরকারের সঙ্গে দফায় দফায় দেনদরবারের পরও সুরাহা হচ্ছে না। এসব প্রক্রিয়া আগামী ১০দিনের মধ্যে শেষ না করতে পারলে প্রথম দিকের হজ ফ্লাইটগুলো বাতিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে ঝুঁকির মধ্যে পড়তে পারে প্রায় ২৫ হাজার হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয় ও হাব সুত্রে জানা গেছে এসব তথ্য।
জানা গেছে, নতুন সিদ্ধান্তের কারণে সৌদি আরবে প্রত্যেক হজ এজেন্সি’র নামে ব্যাংক একাউন্ট খোলা বাধ্যতামুলক করা হয়েছে। ব্যাংক একাউন্ট খোলার জন্য বাংলাদেশের আট শতাধিক হজ এজেন্সি’র প্রতিনিধিরা রমজান মাস থেকেই সৌদী আরবে অবস্থান করছেন। কিন্তু মক্কায় এবারই প্রথমবারের মতো ব্যাংক একাউন্ট খোলার কার্যক্রম আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে।
বানিজ্যিক একাউন্ট খুলতে সময়মত সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন না পাওয়ায় এ জটিলতা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। ফলে হাজীদের বাড়ী ভাড়া’র কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এ অবস্থায় চলতি বছর মক্কায় ব্যাংক একাউন্ট খোলার পরিবর্তে আগের নিয়মে মক্কা-মদিনায় বাড়ী ভাড়ার টাকা পরিশোধের প্রক্রিয়া চালু রাখতে গত ১১ আগষ্ট সৌদি আরবের ধর্মমন্ত্রী বদর বিন মোহাম্মদ বিন হামজা আসাদ আল-হাজ্জার সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করেন সৌদিআরব কর্তৃপক্ষ বাংলাদেশী ধর্মমন্ত্রীকে জানান, সুষ্ঠু ও আধুনিক হজ ব্যবস্থার স্বার্থেই মক্কায় হজ এজেন্টদের ব্যাংক একাউন্ট খোলা বাধ্যতামূলক করা হয়েছে। কাজেই এবার যে কোন মূল্যে বাংক একাউন্ট খুলতে হবে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবারের মধ্যে একটি ব্যাংকে হিসাব খোলার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত হিসাব খোলার কাজ শুরু হয়েছে কি না সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয় থেকে থেকে বলা হয়-ধর্মমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে ফিরবেন। বুধবার এ বিষয়ে গনমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। সর্বশেষ অবস্থা জানতে গতকাল মঙ্গলবার বিকেলে ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোœন ধরেননি। প্রতিবেদকের পরিচয় দিয়ে এসএমএস পাঠানোর পর আবারো ফোন করা হলেও তিনি কোন সাড়া দেননি।
তবে আশকোনা হজ অফিসের পরিচালক মো. মিজানুর রহমান এ বিষয়ে বলেন, সৌদি আরব তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। ব্যাংক একান্ট খুলতেই হবে। তবে কোন কারণে একাউন্টে লেনদেন করা না গেলে বিকল্প ব্যবস্থায় তারা কাজ চালিয়ে নিবেন বলে বাংলাদেশকে আশ্বস্থ করেছেন। হজ ফ্লাইট বাতিলের কোন আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা তা মনে করছি না। আগামী দু’তিনদিনের মধ্যে বিষয়টি পরিস্কার হবে।
হাব সভাপতি মোঃ ইব্রাহিম বাহার এ বিষয়ে বলেন, মক্কায় ব্যাংক একাউন্ট খোলা নিয়ে জটিলতায় আমরা উদ্বিগ্ন। আগামী ৫ সেপ্টেম্বরের আগে হজ ফ্লাইট চালু হবার সম্ভাবনা খুবই কম। এতে বাংলাদেশ বিমান ও সৌদিয়ার ৫০ থেকে ৬১টি হজ ফ্লাইট বাতিল হবার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে প্রতিদিন বিমানের হজ ফ্লাইটের স্লট হাত ছাড়া হলে হজযাত্রীদের হজে যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিবে।
এতে প্রায় ২৫ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হতে পারে। এর কারণ ব্যাখ্যা করে হাব সভাপতি আরো বলেন, সময়মত ব্যাংক একাউন্ট না হওয়ায় হজ এজেন্সিগুলো বাড়ী ভাড়া কার্যক্রম সম্পন্ন করে বারকোর্ড নিয়ে দেশে ফিরতে পারছে না। বারকোড পাওয়ার পর নানা প্রক্রিয়ায় কমপক্ষে ১৫/১৬ দিন সময় লাগে। বারকোড নিয়ে দেশে আসার পর হজ ভিসা পেতেও আরো ২/৩ দিন সময় লাগবে। এখনও একাউন্ট খোলা শুরু না হওয়ায় প্রথম দিকের হজ ফ্লাইটগুলো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রসঙ্গত, চলতি বছর সরকারী ব্যবস্থাপনায় এক হাজার ৬০০ হজযাত্রী এবং বেসরকারী ব্যবস্থাপনায় ৯৭ হাজার ৮০০ হজযাত্রী হজব্রত পালন করতে সৌদি আরব যাবেন।
হজ চিকিৎসক দলে সুইপার, পিয়ন, ড্রাইভারঃ চলতি হজ মৌসুমে অসুস্থ হাজীদের চিকিৎসা সেবার জন্য এবার ১৮১ জনের হজ চিকিৎসক দল যাচ্ছে সৌদি আরবে। এর মধ্যে ২৮ জনই এমএলএসএস, সুইপার, গাড়ি চালক, ল্যাবরেটরী টেকনেশিয়ান, অফিস সহায়ক, দপ্তরী, ফটোকপি অপারেটর, মন্ত্রী ও সচিবের গ্যানম্যান, ক্যাশ সরকার, ডেসপাস রাইডার ও বার্তাবাহক(পিয়ন)। এ দল আগামী ২১ আগষ্ট থেকে তিন দফায় পর্যায়ক্রমে সৌদি আরব যাবেন। এ ছাড়াও হজ ব্যবস্থাপনা সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৩৫ সদস্যের হজ প্রশাসনিক দল গঠন করা হয়েছে। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, প্রতিবছরই হজ মৌসুমে হাজীদের সেবার নামে হজ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের পিয়ন, দারোয়ান, ড্রাইভার, এমএলএসএস ও সুইপারসহ অনেকে সৌদি আরব যান। এ জন্য হজ মৌসুম শুরুর আগেই মন্ত্রণালয়ে শুরু হয় রীতিমত তদবির। হাজীদের সেবার নামে নিজেদের পকেট ভারি করতে শুরু হয় এক ধরনের প্রতিযোগিতা। হজ চিকিৎসক দল ও প্রশাসনিক দলের তালিকায় নিজের নাম অর্ন্তভুক্ত করতে উপঢৌকন থেকে শুরু কওে অনৈতিক আর্থিক লেনদেনও হয় বলে অভিযোগ রয়েছে। কারণ হজ ট্র–রে সরকারিভাবে থাকা খাওয়ার পরও প্রায় ৪/৫ লাখ টাকা পাওয়া যায়।
প্রথম দফায় এবারের হজ চিকিৎসক দলে যাচ্ছেন রাজধানীর আশকোনো হজ অফিসের দপ্তরি জালাল আহম্মদ, ওয়াকফ প্রশাসক কার্যালয়ের গাড়ি চালক মো. শহীদ মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহায়ক মো. সোহেল, এম এল এস এস শাকিলা আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের ডায়গনষ্টিক সেন্টারের ল্যাবরেটরি টেকনেশিয়ান মো. মিজানুর রহমান, ধর্ম মন্ত্রীর দফতরের ড্রাইভার মো. নাসির উদ্দিন, ফটোকপি অপারেটর আবদুস সামাদ খান, ওয়াকফ প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক তোজাম্মেল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অফিস সহায়ক মোহাম্মদ আবদুস ছামাদ, ইসলামিক ফাউন্ডেশনের এম এল এস এস জামাল হোসেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের গ্যানম্যান পুলিশের বিশেষ শাখার এ এস আই মো. আব্দুল লতিফ গাজী এবং ধর্ম মন্ত্রণালয়ের হিসাব শাখার ক্যাশ সরকার মো. আবদুল মালেক।
হাজীদের চিকিৎসা সেবা প্রদান করতে দ্বিতীয় দফায় সৌদি আরব যাবেন ধর্ম মন্ত্রণালয়ের ডেসপাস রাইডার আমিন রসুল, ধর্মমন্ত্রীর দফতরের ড্রাইভার দুলাল খান, যুগ্মসচিব(হজ) এর দফতরের অফিস সহায়ক মো. খোরশেদ আলম এবং আশকোনো হজ অফিসের সুইপার মোহাম্মদ মোস্তফা। সর্বশেষ ধাপে হজ চিকিৎসক দলে সৌদি আরব যাবেন ধর্ম সচিবের গ্যানম্যান মো. শফিকুল ইসলাম, আশকোনো হজ অফিসের বার্তাবাহক মো. রফিকুল ইসলাম মোল্লা, ধর্ম মন্ত্রণালয়ের অফিস সহায়ক শাহনাজ বেগম, ধর্মমন্ত্রীর দফতরের ড্রাইভার শহিদ ও মো. জাকির হোসেন, ধর্মমন্ত্রীর গ্যানম্যান লুৎফর রহমান, যুগ্মসচিব (পরি-২) দফতরের অফিস সহায়ক মো. মিজানুর রহমান, হজ শাখার অফিস সহায়ক মো. মাহে আলম, অডিট শাখার অফিস সহায়ক মো. আবুল বাসার-১, যুগ্মসচিব (পরিকল্পনা-২) এর গাড়ি চালক মঞ্জুর আলম, আশকোনো হজ অফিসের ড্রাইভার মো. সালাহ উদ্দিন এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন শাখার অফিস সহায়ক মো. আশরাফুল আলম।
– উবায়দুল্লাহ বাদল