রান্না করতে গিয়ে আগুন লাগিয়ে দিলেন রিচা চাড্ডা

করোনার প্রকোপে প্রায় সব তারকারাই গৃহবন্দি। এসময় অভিনেত্রী রিচা চাড্ডা জানিয়েছেন দেশের লকডাউনের এই পরিস্থিতিতে বাড়ির সব কাজ তাকেই করতে হচ্ছে।

রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, ঘরো মোছা থেকে সবকিছুই করছেন তিনি। এতটাই ব্যস্ততার মধ্যে দিন কাটছে যে নতুন কোনো চিত্রনাট্যও পড়তে পারছেন না।

এদিকে রান্না করতে গিয়ে বিপত্তি ঘটিয়ে বসলেন অভিনেত্রী। রান্না করতে গিয়ে আগুন লাগিয়ে বসেছেন।

রান্না করতে গিয়ে আগুন লেগে যাওয়ার ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রিচা।অভিনেত্রীর তেমন কোনো ক্ষতি হয়নি অবশ্য।

রিচার পোস্ট থেকে জানা যাচ্ছে, আগুনে কাঠের খন্তির সঙ্গে খাবারটিও পুড়ে গিয়েছে। দুঃখ পেয়ে অভিনেত্রী লিখেছেন, ‘I Hate Coocking’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.