করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক কি পরা উচিত?

আমরা করোনা মোকাবিলায় মোটামুটি সব সতর্কতাই মেনে চলার চেষ্টা করছি। তবে কিছু মানুষের মধ্যে দ্বিমত দেখা যাচ্ছে মাস্ক ব্যবহার নিয়ে। কেউ কেউ পরছেনই না আবার কেউ করছেন বাড়াবাড়ি। বিশেষজ্ঞরা কী বলছেন এই মাস্ক ব্যবহার নিয়ে আসুন জেনে নিন:

জানেন কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) ও বিশেষজ্ঞদের মধ্যেও মতান্তর রয়েছে। সম্প্রতি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, মাস্কের ব্যবহার নিয়ে মতান্তরের ছবিটা উঠে এসেছে।

হু বলছে, সুস্থ ব্যক্তির সবসময়ে মাস্ক পরার প্রয়োজন নেই। সর্দি-কাশির সমস্যা থাকলে ফেস মাস্ক পরতে হবে। আর করোনা আক্রান্তদের চিকিৎসার সময়ে মাস্ক পরা বাধ্যতামূলক।

অনেক বিশেষজ্ঞের মতে, সুস্থ থাকলেও মাস্ক পরতে হবে। উদাহরণ হিসেবে তারা দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান, হংকং-এর মতো দেশগুলোর করোনা নিয়ন্ত্রণে রাখার কথা উল্লেখ করেছেন।

কোনো প্রয়োজনে ঘরের বাইরে গেলে নাক ও মুখ ঢেকে রাখতে N95 মাস্ক ব্যবহার করুন৷ তবে করোনা ঠেকাতে শুধুমাত্র মাস্ক পরলেই কাজ হবে না। মাস্ক ব্যবহারের পাশাপাশি ঘন ঘন হাত ধুতে হবে। সেইসঙ্গে হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.