ঘরে বসেই ফোনে পাবেন সোহরাওয়ার্দীর ডাক্তারদের চিকিৎসা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা চালু করেছেন টেলি মেডিসিন সেবা।

দেশের মানুষকে যখন নিজ নিজ ঘরে অবস্থান করতে বলা হচ্ছে তখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছেন। রোগীরা যাতে ঘরে বসেই চিকিৎসা সেবা পেতে পারেন সেজন্য হাসপাতালের পক্ষ থেকে টেলি মেডিসিন সেবা চালু করা হয়েছে ।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মামুন মোর্শেদ জানান, রোগীরা যাতে বাসায় বসে চিকিৎসা নিতে পারেন সেজন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতল টেলি মেডিসিন সেবা চালু করেছে। এর মাধ্যমে মোবাইল ফোনেই চিকিৎসা নিতে পারবেন রোগীরা। এখানে মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু, নাক-কান-গলা, ইমরার্জেন্সি (মেডিসিন রুম)- এই ছয়টি সার্ভিস দেয়া হচ্ছে। এরমধ্যে ইমার্জেন্সি বা মেডিসিন রুম সার্ভিস ২৪ ঘণ্টা দেয়া হচ্ছে। আর বাকি পাঁচটা সার্ভিস সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত দেয়া হচ্ছে।

টেলি মেডিসিন সেবার হটলাইনগুলো হল-
মেডিসিন: (সকাল ৮টা-বেলা ২টা) ০১৮৪২১৭৩৫৫২
সার্জারি: (সকাল ৮টা-বেলা ২টা) ০১৮২৪১৭৩৫৫৩
গাইনী: (সকাল ৮টা-বেলা ২টা) ০১৮৪২১৭৩৫৫৪
শিশু: (সকাল ৮টা-বেলা ২টা) ০১৮৪২১৭৩৫৫৬
নাক-কান-গলা: (সকাল ৮টা-বেলা ২টা) ০১৮৪২১৭৩৫৫৭
মেডিসিন রুম: (ইমার্জেন্সি)- (২৪ ঘণ্টা) ০১৮৪২১৭৩৫৫৮

তিনি বলেন, টেলি মেডিসিনের মাধ্যমে যেকোনো ধরণের চিকিৎসা দেয়া হবে। ঘরে বসেই রোগী চিকিৎসা পাবেন। আমরা রোগীর সঙ্গে কথা বলে দেখবো, তার কি চিকিৎসা দরকার। তাকে বলে দেবো কি কি ওষুধ গ্রহণ করতে হবে কিংবা হাসপাতালে আসতে হবে কিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.