করোনা দুর্গতদের পাশে বর্ষা

করোনাভাইরাসের আক্রমণে মুখ থুবড়ে পড়েছে পুরো বিশ্ব। এরই মধ্যে দুইশ’রও বেশি দেশে ভাইরাসটি আক্রমণ করেছে।

মৃতের সংখ্যা ৭৪০০০ হাজারেরও বেশি। বাংলাদেশেও ক্রমান্বয়ে এর প্রকোপ বাড়ছে। করোনার এই দুর্যোগে অন্য সবার মতো অসহায়দের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। এরই মধ্যে তিনি দুই হাজার পরিবারকে ১০ দিনের খাদ্যসামগ্রী ও জীবাণুনাশক দিয়ে সহযোগিতা করেছেন। এবার অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।

নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জীবাণুনাশক বিতরণ করেছেন তিনি। এছাড়াও ৪ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে তাদের বাসার সামনে সাড়ে তিনশ’ মানুষের হাতে তুলে দিয়েছেন খাদ্য ও জীবাণুনাশক সামগ্রী।

এ প্রসঙ্গে বর্ষা বলেন, ‘যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। মনে রাখতে হবে, এরা আমাদের সমাজেরই অংশ। তাদেরকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ, করোনা এমন এক ভাইরাস যে ধনী, গরিব কাউকে চেনে না। সুতরাং এর থেকে মুক্তিলাভের জন্য হলেও অন্তত অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত, যাতে মহান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.