সোমবার গভীর রাতে (১টা ২০ মিনিটে) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ভীতির সৃষ্টি হয়েছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ওই নারী কিডনি বিকল হয়ে মারা গেছেন। তবে এলাকার লোকজন তার করোনার উপসর্গ ছিল বলে দাবি করছে।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও মৃত সনদ প্রস্তুতকারী চিকিৎসক ডা. অনল রায় বলেন, ওই রোগীর দুটি কিডনিই বিকল হয়ে গেছে। কিছুদিন আগে স্ট্রোকও করেছিলেন। এতে শরীরের নানা সমস্যা দেখা দেয়। এসব কারণে তার মৃত্যু হয়েছে। তবে তার করোনার উপসর্গ পাওয়া যায়নি।
অবশ্য তার গ্রামের বাসিন্দারা জানান, বৃদ্ধা ১০-১২ দিন আগে তার ছেলের ঢাকার বাসায় জ্বরসহ সর্দি, কাশিতে আক্রান্ত হন। ওই অবস্থায় তিনি তার নাতিকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন।
সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মৃত বৃদ্ধা ও তার নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করা হবে। বিষয়টি আমাদের নজরে রয়েছে।