মঙ্গলবার বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে বঙ্গবন্ধু সরণী সড়কে আনোয়ারা জেনারেল হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্টে নুরজাহান বেগম (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত তরুণীর দেহ থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নিহত নুরজাহান বেগম কালিকাপ্রসাদ ইউনয়নের আতকাপাড়া গ্রামের আসাদ মিয়ার কন্যা বলে জানা গেছে। এ ঘটনায় হাসপাতালটিকে অঘোষিত লকডাউন করা হয়েছে। এছাড়া মারা যাওয়া তরুণীর পরিবারের ৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হাসপাতালে পাশের ২টি ভবন ও আশপাশের সড়কে চলাচল সীমিত ও রোগীর গ্রামের বাড়িসহ ৩টি বাড়িতে চলাচল সীমিত করেছে স্থানীয় প্রশাসন।
এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। তিনি আরো জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না তা এখনো নিশ্চিত নয়।
নুরজাহান বেগম গত কয়েক মাস যাবৎ জ্বর ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে স্থানীয় একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তিনি দুপুরে আনোয়ারা জেনারেল প্রাঃ হাসপাতালে ভর্তি হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
তরুণীর মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে যান ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহমেদ ও স্থানীয় পুলিশ প্রশাসন। পরে তারা হাসপাতালের সামনে সড়কে অবস্থান নিয়ে চলাচল সিমীত করে দেন।
এছাড়া হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মচারীসহ কাউকে ভেতরে ঢুকতে বা বেরোতে নিষেধ করেছেন। বর্তমানে এ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া নিহত তরুণীকে সরকারি নিয়মে দাফন করা হবে বলেও জানা যায়।