মানিকগঞ্জে সর্দি-কাশি নিয়ে বৃদ্ধের মৃত্যু, করোনা সন্ধেহে তিন বাড়ি লকডাউন

বুধবার (৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সর্দি-কাশি ও হাপানী রোগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।নিজ বাড়িতে মারা যান তিনি।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন উর রশীদ জানান, তিনি দীর্ঘদিন ধরে সর্দি, কাশি ও হাপানী রোগে ভুগছিলেন। আজ সকাল ৭টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, ওই বৃদ্ধের মৃত্যুর ঘটনায় সতকর্তা অবলম্বনের জন্য ওই বাড়ির আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.