হবিগঞ্জে নিজের গুলিতে নিজেই আহত পুলিশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলার মাধ্যমে জনসমাগম সৃষ্টি হওয়ায় তা ছত্রভঙ্গ করার সময় নিজের পিস্তলের মিস ফায়ারে এসআই শাহিন মিয়া নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একদল তরুণ ক্রিকেট খেলছিল। মাধবপুর উপজেলার কাশিমনগর ফাঁড়ির এসআই শাহিন মিয়া চৌকিদারকে নিয়ে খেলা পন্ড করার চেষ্টা করেন। এ সময় তরুণরা বাধা না মেনে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করে। হট্টগোল চলাকালে হঠাৎ করে এসআই শাহিন মিয়ার পিস্তল থেকে একটি বুলেট মিস ফায়ার করলে তিনি আহত হন। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইকবাল হোসেন জানান, পুলিশ কর্মকর্তা শাহিন মিয়া জানিয়েছে সে মোটরসাইকেল নিয়ে মুভমেন্টে যাওয়ার সময় কোমরে থাকা পিস্তল থেকে একটি মিস ফায়ার হয়। শব্দশুনে সে থামিয়ে দেখতে পায় হাটু দিয়ে রক্ত ঝরছে। সাথে সাথে হাসপাতালে আসলে চিকিৎসকরা দেখতে পান গুলি ভিতরে প্রবেশ না করে সামান্য আঘাত করে বাহিরে চলে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়েই তাকে ছেড়ে দেওয়া হয়।

ক্রিকেট খেলা নিয়ে হট্টগোলের কারণে এই ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমনটিও শুনেছি। কিন্তু এসআই শাহিন মিয়া জানিয়েছে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.