নরসিংদীতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

নরসিংদীর রায়পুরায় মো. কাউছার মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। জমির বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান। মঙ্গলবার রাত ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউছার মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত গণি মিয়া ও তার স্ত্রী কামরুনাহার পলাতক।

সূত্র জানায়, কাউছার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর গ্রামের মো. শামসুউদ্দিনের ছেলে। তিনি রায়পুরা সরকারি কলেজে বিবিএ ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। আট ভাই ও দুই বোনের মধ্যে কাউছার ছিলেন পঞ্চম। রবিবার বিকেলে পারিবারিক বিরোধে তিনি পলাশতলী গ্রামে ছুরিকাঘাতের শিকার হন।

স্বজনরা জানান, পলাশতলী বাজারের পাশে পিতা শামসুদ্দিন বাড়ি নির্মাণ করেছেন প্রবাসি ছেলেদের টাকায় কেনা জমিতে। সেখানেই তিন ছেলেকে নিয়ে বসবাস করেন তিনি। অন্য ছেলেরা থাকেন ফকিরেরচর গ্রামে। সম্প্রতি ওমান ফেরত ছেলে গণি মিয়া জমি লিখে নিতে চাপ প্রয়োগ করেন। কাউছার আট ভাই ও দুই বোনের মাঝে নিয়মানুসারে জমি বন্টনের পক্ষে মত দেন।
জমি নিয়ে বিরোধের জেরে রবিবার দুই ভাইয়ের তর্ক হয়। এ সময় গণি ছুরিকাঘাত করেন কাউছারের বুকে ও শরীরের বিভিন্নস্থানে। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। পরে স্থানান্তর করা হয় ঢাকায়। মঙ্গলবার রাতে কাউছার ঢাকায় মারা যান।

এ ব্যাপারে রায়পুরা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে বড়ভাই গণি মিয়া ও তার স্ত্রী কামরুনাহার পলাতক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.