কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা খাদ্যবান্ধব কর্মসূচির চাল বেচে দিলেন 

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজির ৬০ বস্তা চাল কালোবাজারে বেচে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে কিশোরগঞ্জের তাড়াইলে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ অভিযোগে উপজেলার দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মুস্তাফিজুর রহমান মোস্তফা এবং তাড়াইল সদরের চাল ব্যবসায়ী চান মিয়াকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ইউনিয়নের বরুহা ব্রিজের কাছ থেকে ট্রলিতে করে চাল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ। পরে ওই চাল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করে ওই ডিলার কালোবাজারে এগুলো বেচে দেয়। করোনা দুর্যোগে হঠাৎ চালের চাহিদা বেড়ে যাওয়ায় বেশি দাম পেয়ে এগুলো বিক্রি করে দেন তিনি। ক্ষুব্ধ এলাকাবাসী জানান, সরকার যেখানে করোনা পরিস্থিতি সামাল দিতে সরকারি দলের নেতাকর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছে, এ পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতার অপকর্ম তাদের বিস্মিত করেছে।

ঘটনা জানার পর সকালেই তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মাহমুদ জানান, উপজেলা খাদ্য কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে সরেজমিনে তদন্তের জন্য পাঠান। পরে ইউএনও নিজেও যান ঘটনাস্থলে। তদন্তশেষে বিকেলে ইউএনও জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা মিলিছে। তাই অভিযুক্ত ডিলার এবং চাল ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে বলা হয়েছে।

তবে অভিযুক্ত ডিলার মুস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ডিলারের কাছ থেকে নিয়ে বেশির ভাগ উপকারভোগী ব্যাপারিদের কাছে চাল বিক্রি করে দেয়। এর দায়তো আমার না। তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। মামলায় আটক দুজনকে আসামি করা হচ্ছে। অভিযুক্ত ডিলারের চাল বিতরণের জন্য মজুদ রাখা গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.