করোনাভাইরাস আক্রান্ত ভারতের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। সম্প্রতি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি এখন ১৪ দিনের হোম-কোয়ারেন্টিনে রয়েছেন।
এই সুদর্শনীকে কোয়ারেন্টিন শেষে জিজ্ঞাসাবাদ করা হবে। সম্প্রতি তার বিরুদ্ধে একটি থানায় এফআইআর হয়। লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টিন না করে জনসমক্ষে আসায় তার বিরুদ্ধে দিল্লির সরোজিনি নগর থানায় এফআইআর দায়ের করেন লক্ষ্ণৌর চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) নরেন্দ্র কুমার আগারওয়াল। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্ণৌর ডেপুটি কমিশনার অব পুলিশ সেন্ট্রাল দীনেশ কুমার সিং জানান, দায়িত্বজ্ঞানহীন কাজ ও সরকারি আদেশ অমান্য করে মারাত্মক রোগের সংক্রমণ ছড়িয়ে অন্যদের জীবন ঝুঁকির মুখে ফেলার অভিযোগ রয়েছে কণিকার বিরুদ্ধে। তাই তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, করোনার উপসর্গ ধরা পড়ার আগে লক্ষ্ণৌতে পার্টিতে অংশ নেন কণিকা। এমন গাফিলতির কারণে কণিকার বিরুদ্ধে আরও দুটি এফআইআর দায়ের হয়েছে।
এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে পাঁচবার পরীক্ষার পরও করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে তিন সন্তানের মা কণিকার দেহে। সবশেষ ৫ এপ্রিল ষষ্ঠ পরীক্ষায় দেখা যায় তিনি করোনামুক্ত। এরপর সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস থেকে ছাড়া পান ৪২ বছর বয়সী এই তারকা।