করোনা ভাইরাসের নামে রাস্তায় ব্যারিকেড দিয়ে চাঁদাবাজির সময় গ্রেফতার ৪

টাঙ্গাইলের গোপালপুরে করোনা ভাইরাসের নামে পণ্যবাহী যানবাহন থেকে রাস্তায় ব্যারিকেড দিয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) থানায় মামলা হয়েছে। এর আগে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, পুলিশের টেলিসেবা কেন্দ্র ৯৯৯ থেকে বুধবার রাতে তাদের জানানো হয় ভূঞাপুর তারাকান্দি সড়কের গোপালপুর উপজেলার সোনামুই বাজার এলাকায় কিছু লোক পণ্যবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চাঁদা তোলার সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, আক্তার হোসেন (৪১), আবু হানিফ (৩৫), মো. ইসমাইল (২৮) ও মো. রফিকুল (২৭)। তাদের সবার বাড়ি গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সোনামুই গ্রামে।

পরে বৃহস্পতিবার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান বাদী হয়ে ওই চারজনকে আসামী করে দ্রুত বিচার আইনে গোপালপুর থানায় মামলা দায়ের করেন।

ওসি জানান, গ্রেফতারের পর তারা চাঁদাবাজির কথা স্বীকার করেছেন

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.