মশার কামড়ে কি করোনাভাইরাস ছড়ায়!

যখন বিশ্বের প্রায় প্রতিটি মানুষ রয়েছে করোনা ‍আতঙ্কে। সবাই ব্যস্ত করোনার ছড়িয়ে পড়া ঠেকাতে। নিজের হাত বা বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেনের ওপরও বিশ্বাস রাখা যাচ্ছে না, সংক্রমিত হওয়ার ভয় থাকছেই। তখন অনেকের মনেই প্রশ্ন মশার কামড়ে কি করোনা ছড়ায়?বিশেষজ্ঞদের মতে, মশা নানা ধরনের ভাইরাস বহন করে। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো ভয়াবহ রোগগুলোর ভাইরাস নারী মশার কামড়ের ফলে মানুষের দেহে ছড়ায়।তবে করোনাভাইরাস ছড়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে, হাঁচি বা কাশির মাধ্যমে৷ বাতাসেও এই ভাইরাস থাকে৷ কোভিড-১৯-এর ভাইরাসও আক্রান্ত ব্যক্তির দেহ থেকে মশার কামড়ে সংক্রমিত হওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মশার বিস্তারও আমাদের চারপাশে বাড়তে শুরু করেছে। মশা বাহিত রোগ থেকে বাঁচতে বাড়ির ভেতর-বাইরে পরিষ্কার রাখুন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.