করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলছে। ফলে বড়-ছোট সব ধরনের রেস্টুরেন্ট এবং বেকারি বন্ধ রয়েছে। ফলে খাবার পাচ্ছেনা রাস্তার কুকুর। অভুক্ত রয়েছে কুকুরের বাচ্চারাও। অনাহারে থাকা এসব কুকুরের জন্য খাবারের ব্যবস্থা করেছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম।
তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত খাবার হোটেল ও বেকারি বন্ধ থাকবে, ততদিন পর্যন্ত তাদের এ খাবার দেওয়া অব্যাহত থাকবে।’
স্থানীয় সাংবাদিক শামসুল ইসলাম শামু জানান, ‘খাবারের দোকানগুলো বন্ধের পূর্বে বেশী রাত করে বাসায় ফিরলে শহরের বিভিন্ন সড়কে কুকুরের ডাকে ভয় পেতে হতো। কিন্তু খাবারের দোকান বন্ধের পর থেকে কুকুরগুলো অভুক্ত থাকায় সড়কের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকে। আগের মত হাকডাক নেই বললেই চলে।’