তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে 

করোনা মহামারীতে ঘরবন্দী মানুষ। বাইরে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস তার সঙ্গে যোগ দিয়েছে তীব্র দাবদাহ।

গত প্রায় ১৫ দিন ধরে প্রতিদিনই দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ঠেকছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে।

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ এপ্রিল। এ দিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়েছে আরও দুই দিন। ৮ ও ৯ এপ্রিল সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘৩৯ ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে যদি বাতাসের আদ্রতা বেশি থাকে, তাহলে গরম অনুভব আরও বেশি হয়। আদ্রতা কম থাকার কারণে গরম অনুভব একটু কম হয়েছে। যারা ওই তাপমাত্রায়ও মাঠে কাজ করেন, ৪০ ডিগ্রি হলেও তারা মাঠে কাজ করতে পারেন। তারপরও এই তাপমাত্রা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.