নারায়নগঞ্জ থেকে আসা শ্রমিককে কোয়ারেন্টিনে থাকতে বলায় তিন প্রতিবেশীকে মারধর 

গত শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশে নারায়নগঞ্জ থেকে আসা আব্দুল হাকিম নামের এক শ্রমিককে হোম কোয়ারেন্টিনে থাকতে বলায় এক নারীসহ তিন প্রতিবেশীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বারুহাঁস ইউনিয়নের পালাশী গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওই গ্রামের আবের প্রামানিকের ছেলে আব্দুল হাকিম (৫৫) নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন। তিনি শুক্রবার দুপুরে বাড়ি আসলে প্রতিবেশী নজরুল ইসলামের ছেলে এনামুল হক (২২) তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। এ সময় হাকিম তার সাথে বাগ বিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাকিম প্রতিবেশী এনামুলকে মারধর করতে থাকে। এ সময় এনামুলের মা ও বোন এনামুলকে রক্ষার জন্য এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। এতে নারীসহ ওই তিন প্রতিবেশী আহত হয়। তাদের কে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বারুহাঁস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন বলেন, ‘বিষয়টি পরবর্তীতে গ্রাম্যভাবে মিমাংসা করা হবে। আর নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিক আব্দুল হাকিমকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.