রাজধানীবাসীর কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে উবার ইটস

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে এবং সরকারকে এ ক্ষেত্রে সহযোগিতা করতে গ্রোসারি চেইন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারিত্ব করে গ্রাহকদের দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে উবার।

শনিবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রেস্তোরাঁ ও শপিং সেন্টার অস্থায়ীভাবে বন্ধ থাকায় উবার ইটস সব ধরনের স্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধ ও ট্রাফিক আইন মেনে নিত্যপ্রয়োজনীয় পণ্য একই দিনে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। মানুষ যাতে সরকারি নির্দেশনা মেনে নিরাপদে বাসায় থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারেন সেটিই এই সেবার উদ্দেশ্য।

এ বিষয়ে উবার ইটসের বাংলাদেশ লিড মিশা আলী বলেন, ‘উবার ইটসের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য গ্রোসারি চেইন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব বাংলাদেশের সাপ্লাই চেইন ব্যবস্থাকে সচল রাখবে এবং কোভিড-১৯ রোধে চলমান দেশব্যাপী লকডাউনকে কার্যকর করতে সহায়তা করবে।’

তিনি বলেন, ‘এই জরুরি মূহূর্তে আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করার মাধ্যমে সরকারকে সহায়তা করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই প্রচেষ্টা কুরিয়ার পার্টনারদের আয়ের সুযোগ করে দেয়ার পাশাপাশি স্থানীয় রেস্তোরাঁ ও ব্যবসাগুলোকে সচল রাখতেও সহায়তা করবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.