রাকুলের ইউটিউবের আয় যাবে ত্রাণে

দিন কয়েক আগেই রাকুলপ্রীত সিং গুরগাঁও বস্তির ২০০ পরিবারের দায়িত্ব নিয়েছেন। বলেছেন, লকডাউন শেষ না হওয়া পর্যন্ত তাদের খাদ্য সহায়তা দেবেন। এবার অভিনেত্রী খুলছেন ইউটিউব চ্যানেল। ঘোষণা দিয়েছেন, তাঁর ব্যক্তিগত এই চ্যানেল থেকে পাওয়া সব অর্থ যাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। অভিনেত্রী বলেন, ‘ইউটিউব চ্যানেল করার কথা অনেকবার ভেবেছি, হয়নি। মনে হলো, এটাই সবচেয়ে ভালো সময়।’

রাকুলের এই চ্যানেলে ফিটনেস টিপস, শরীরচর্চার ভিডিও, ট্রাভেল ভ্লগসহ নানা ধরনের কনটেন্ট থাকবে। লকডাউন উঠে গেলে আরো বিভিন্ন আয়োজন রাখার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.