করোনায় আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন 

করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ। দুই দিন আগে তার নমুনা সংগ্রহের পর আজ শনিবার দুপুরে আসা রিপোর্টে তার করোনা পজিটিভি বলে জানানো হয়। তিনি জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব।

এর আগে জেলার করোনা ফোকাল পার্সন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

টেলিফোনে সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, এখন সুস্থতা অনুভব করছি কিছুটা। বাড়িতেই আছি চিকিৎসা নিচ্ছি, ফোনে যতটুকু সম্ভব দায়িত্ব পালন করছি। আমার জন্য দোয়া করবেন।

সিভিল সার্জনের ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকারী নারায়ণগঞ্জ দেড়শ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মো. আসাদুজ্জামান বলেন, করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসার পর থেকেই তিনি কোয়ারেন্টিনে ছিলেন। এরমধ্যে অসুস্থতা বোধ করলে দুইদিন আগে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে পজেটিভ পাওয়া গেছে। তবে তিনি সুস্থ আছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেন, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ করোনাভাইরাসে আক্রান্ত হলেই কেউ মারা যায় না। তবে তিনি ফোনে সব দিক নির্দেশনা ও কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি অনেকটাই সুস্থ আছেন। প্রথম পরীক্ষায় পজেটিভ এসেছে কিন্তু দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভও আসতে পারে। তাই আশা করছি খুব শিগগিরই তারা আবার বাইরে বের হয়ে কাজ শুরু করবেন। সবাই ওনাদের জন্য দোয়া করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.