আখাউড়ার মৃত সেই নারী করোনায় আক্রান্ত ছিলেন, জানা গেল দাফনের পর 

রোববার সকালে দাফনের পর জানা গেল, নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এসে মারা যাওয়া সেই নারী করোনভাইরাসে আক্রান্ত ছিলেন।

মারা যাওয়া ওই নারীর নাম শিপনা আক্তার।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯ এপ্রিল ভোরে ৪০ বছর বয়সী শিপনা জ্বর ও সর্দি-কাশি নিয়ে মারা যান। ওই নারী ও তার স্বামী নারায়ণগঞ্জে থাকতেন।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রানীখার গ্রামে আসার পর থেকেই তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। কিন্তু তিনি ভয়ে নিজের অসুস্থতার কথা কাউকে জানাননি।

মারা যাওয়ার পর আখাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ শিপনার নমুনা সংগ্রহ করে। ইউএনও তাহমিনা আক্তার আরও বলেন, ওই নারীর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

গ্রামটিতে মানুষের চলাচলে আরও কঠোরতা অবলম্বনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেখানে যাচ্ছি।

তবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শনিবার পর্যন্ত ৭৯টি করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তার মধ্যে ৭ জনের করোনা পজিটিভ এসেছে। মারা গেছে একজন। এ ছাড়া শান্তি রায় নামে আরেকজন ঢাকায় মারা গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাসিন্দা ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.