চট্টগ্রামে এক পুলিশ করোনা আক্রান্ত হওয়ায়, ২১২ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে

চট্টগ্রামে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের এক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় বিভাগীয় পুলিশ হাসপাতালের ১৩ জন চিকিৎসক, নার্স, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টসহ ২২৫ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, আক্রান্ত ওই পুলিশ সদস্য সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের ব্যারাকে থাকতেন। এ ঘটনায় ওই ব্যারাকটি লকডাউন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের একজন পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ওই সদস্য ট্রাফিক পুলিশে কর্মরত। বিভাগীয় পুলিশ হাসপাতালে তিনি পাঁচ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১২ এপ্রিল) তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসার পর তাকে আন্দরিকল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা বিভাগীয় পুলিশ হাসপাতালে ৩ চিকিৎসক, ৩ নার্স, ৭ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তার ১২ জন রুমমেটসহ ব্যারাকের ২০০ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.