করোনা উপসর্গ নিয়ে সেনবাগে এক জনের মৃত্যু, নমুনা চট্টগ্রামে

রবিবার দিবাগত রাতে করোনা উপসর্গ নিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। উপজেলার কেশার পাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলী আক্কাস (৪৫), সে ওই ইউনিয়নের মৃত আব্দুল গোফরানে ছেলে। পরে খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি কভিড-১৯ এ আাক্রান্ত কি-না তা পরীক্ষার জন্য মৃতের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিনি গত এক কয়েকদিন জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিল কি-না তা জানতে নিহতের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড এনফেকশিয়াস ডিজিজ (বিআইটিআইডি) চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া নিহতের বাড়ির লোকজনকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.