করোনার মাঝেই সুইজারল্যান্ডে রোমান্সে মেতেছেন মোনালি

চারিদিকে করোনা আতঙ্ক। সুইজারল্যান্ডেও করোনার প্রকোপ রয়েছে। ইউরোপের অন্য দেশগুলোর মতো মহামারি আকার না ধারণ করলেও দেশটিতে আতঙ্ক চরমেই।

সেখানে প্রেমিক নিয়ে রোমান্সে মেতেছেন কলকাতার গায়িকা মোনালি ঠাকুর। তার জার্মান বয়ফ্রেন্ড মাইক রিখটারের সঙ্গে আপাতত তার দিন কাটছে আল্পস ঘেরা সুইৎজারল্যান্ডেই।

করোনার প্রকোপের পর থেকেই সুইজারল্যান্ডে বয়ফ্রেন্ডের সঙ্গে রয়েছেন মোনালি৷ নিজের হাতে জমিয়ে রান্না করছেন, ঘর গোচ্ছাছেন নায়িকা৷ যাকে বলে জমিয়ে সংসার করা৷ আর এরই মাঝে বয়ফ্রেন্ড ও তার বন্ধুদের জন্য মোনালি বানিয়ে ফেললেন গাজরের হালুয়া!

সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে মোনালি লিখলেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার বানাচ্ছি৷ প্রথমবার ভালো হয়নি। জানিনা এবার কেমন হবে।’

এদিকে জানা গেছে, আগামী বছর জার্মান প্রেমিকের গলায় বিয়েরআলা দেবেন মোনালি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.