স্থগিত করা হয়েছে ১০ টাকা দরের চালের ওএমএস কার্যক্রম 

করোনাভাইরাস সংক্রামণ ও বিস্তার প্রতিরোধে দেশব্যাপী কর্মহীন মানুষদের জন্য চালু হওয়া ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত করেছে সরকার।

সোমবার খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, এই চাল কিনতে কোনো ধরনের কার্ডের বাধ্যবাধকতা না রাখায় অনেক মানুষ চাল কিনতে ভিড় জমাচ্ছিলেন। এর মাধ্যমে করোনাভাইসার ছড়িয়ে পড়তে পারে। তাই আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে এই বিশেষ ওএমএস কার্যক্রম আবার শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে দেশের বিভিন্ন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল আত্মসাৎকারী ডিলারদের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

রোববার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে পাঠানো এক চিঠিতে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম এই নির্দেশ দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.