করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের দু’জন ডাক্তার। তবে কিভাবে ওই দুই ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা এখনো জানা যায়নি।
আজ সোমবার (১৩এপ্রিল) উপজেলা স্বাস্থ্য বিভাগের ৫ জন ডাক্তার, ১ জন ল্যাব এ্যাটেনডেন্ট ও ১ জন ল্যাব টেকনিশিয়ানের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে পাঠানো হয়। তাদের মধ্যে ওই দুই ডাক্তারের করোনা পজিটিভ বলে পিসিআর ল্যাব থেকে জানানো হয়। আক্রান্ত দুই জনই ৩৯ তম বিসিএস উত্তীর্ণ এবং সদ্য যোগদানকৃত।
আজ সোমবার পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ময়মনসিংহ বিভাগের চার জেলার ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ডাক্তার, জামালপুরের ৩ জন, শেরপুরের ১ জন ও নেত্রকোনার ১ জন। ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।