গোপালগঞ্জের মুকসুদপুরে তিন পুলিশসহ ৯ জনের করোনা পজিটিভ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ৩ পুলিশ কনস্টেবলসহ ৬ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এ নিয়ে জেলায় মোট ৯ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।
তিনি জানান, আক্রান্ত ৯ জনের মধ্যে অধিকাংশই নারায়নগঞ্জ থেকে এসেছেন। এর আগে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গার মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রী ও একই উপজেলার সড়ইডাঙ্গা গ্রামে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলে।

সোমবার (১৩ এপ্রিল) আইইডিসিআর থেকে আরো ছয়জনের দেহে করোনাভাইরাস পজিটিভ বলে রিপোর্ট এসেছে। এদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি, চন্দ্রদিঘলিয়া এবং গোলাবাড়িয়া গ্রামের তিনজন এবং মুকসুদপুর থানার তিন পুলিশ কনস্টেবল রয়েছেন।

তিনি আরও জানান, ২৪ পুলিশ সদস্যের নমূনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। এছাড়া গোপালগঞ্জ সদরের তিন জনকে আইসোলেশনে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মুকসুদপুর থানার তিন কনেষ্টবলকে ইতোমধ্যে মুকসুদপুর উপজেলা হাসপাতালের অস্থায়ী আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলার তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.