‘ত্রাণ লুটপাট সহ্য করা হবে না’

করোনাভাইরাসের কারণে সংকটে পড়া মানুষের জন্য সরকারের দেওয়া ত্রাণসামগ্রী বিতরণের নামে লুটপাট ও দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই দুর্যোগের মুহূর্তে অসহায় মানুষের ত্রাণসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিস সরিয়ে মজুদ করে চলেছে একটি গণবিরোধী চক্র। এ ধরনের লুটপাট সহ্য করা হবে না।

সোমবার তার সংসদ ভবনের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, দেশের এই সংকটে দলীয় রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই হচ্ছে রাজনীতি।

বাংলা নববর্ষের প্রাক্কালে দেশের সব রাজনৈতিক, পেশাজীবী ও শ্রমজীবীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতাদের প্রতি করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের সামিল হওয়ার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, নিজের সাহায্যের জন্যই শেখ হাসিনাকে সাহায্য করুন। বিভেদের রাজনীতি পরিহার করুন।

জাতীয় এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের সব মানুষকে ঘরে থেকেই অদৃশ্য শত্রু করোনা মোকাবেলা করতে হবে। অস্তিত্বের প্রশ্নে সবাইকে জনসমাবেশ এড়িয়ে চলতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.