সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা হালদার পাড়ায় আবুল হোসেনের বাড়ি থেকে সরকারি বরাদ্ধকৃত ১৭ বস্তা চাল আটক করা হয়েছে।
রবিবার রাতে রায়গঞ্জ থানা ও সিরাজগঞ্জ র্যাব-১২ যৌথ অভিযানে আটককৃত এই চাল জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত বাড়ির মালিক আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সলঙ্গা থানার ওসি জেড জেড তাজুল হুদার বলেন, ত্রাণের ১৭ বস্তা চাল জব্দ করা হয়। বাড়ির মালিক আবুল হোসেনকে গ্রেপ্তার করে সোমবার বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে।