সিনেমার জন্য ১৫ কেজি ওজন বাড়ালেন কৃতি শ্যানন

সিনেমার চরিত্রের প্রয়োজনে তারকাদের নানা সময়ে শরীরের গঠনে পরিবর্তন আনতে দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্লিম হওয়া বা নিজেকে আকর্ষণীয় করে তোলেন তারা।

কিন্তু বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন হাটলেন উল্টো পথে। তার শারীরিক গঠন আগে থেকে স্লিম ও আকর্ষণীয় ছিল। কিন্তু এবার এই তারকা নিজের ওজন বাড়ালেন ১৫ কেজি। এতে করে তার স্বাভাবিক লুক একেবারে বদলে গেছে। আর কাজটি তিনি করেছেন শুধুমাত্র নতুন সিনেমার চরিত্রের প্রয়োজনে।

জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে কৃতি শ্যানন অভিনীত, লক্ষ্মণ উটেকার পরিচালিত সিনেমা ‘মিমি’। আর এই সিনেমার জন্যই গত পাঁচ মাস ধরে নিজের সুঠাম দেহ পরিবর্তন করতে হয়েছে তাকে। এই সিনেমায় মাঝ বয়সী মিমি চরিত্রে দেখা যাবে কৃতিকে।

সম্প্রতি সিনেমাটির দৃশ্যের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কৃতি নিজেই। তা দেখেই ভক্তদের চক্ষু ছানাবড়া। তবে সিনেমাটির পরিচালক এখনই কৃতির এই ট্রান্সফরমেশনের দৃশ্য প্রকাশ্যে আনতে চাননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.