অয়নের সুরে দুই গানে কুমার বিশ্বজিৎ

12957116_1132081946836707_964533589_nবাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং গুণী কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। অন্যদিকে বেশকিছু শ্রোতাপ্রিয় গানের সঙ্গীতপরিচালনা করে ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন অয়ন চাকলাদার। সম্প্রতি অয়নের সুরে একসঙ্গে দুটি গানে কণ্ঠ দিলেন কুমার বিশ্বজিৎ। গান দুটি থাকবে ‘আমরা আমরা-৩’ এবং ‘আনন্দের গান-৩’ শিরোনামের দুটি পৃথক অ্যালবামে। দুটি অ্যালবামই বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ প্রিয়.কমকে বলেন, ‘অয়নের সুর ভালো হয়েছে। দুটি দুই ধরনের গান। আশা করছি দুটি গানই শ্রোতাদের ভালো লাগবে।’ অন্যদিকে অয়ন চাকলাদার বলেন, ‘যার গান শুনে বড় হয়েছি সে আজ আমার সুরে একসঙ্গে দুই গানে কণ্ঠ দিলেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। আশা করছি গান দুটি শ্রোতাদের ভালো লাগবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.