ফাঁকা সড়কে দ্রুতগতির ট্রলিরচাপায় এক শিক্ষার্থী নিহত

মঙ্গলবার সকাল ৯টার দিকে ফরিদপুরে সালথা উপজেলায় ফাঁকা সড়কে দ্রুতগতির ট্রলিরচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে।বড়খারদিয়া গ্রামের বলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম তাওহিদ ফকির (১৭)। সে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের বাবলু ফকিরের ছেলে। তাওহিদ ২০২০ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। তবে পরীক্ষার ফল এখনও প্রকাশ হয়নি।

স্থানীয় ইউপি সদস্য ফিরোজ খান জানান, বড়খারদিয়া গ্রামের বলতলা মোড়ে তাওহিদ ফকির সড়কের পাশ দিয়ে যাচ্ছিল তাওহিদ। নিয়ম অমান্য করে উল্টো পথে দ্রুতগতিতে এসে ট্রলিটি তাওদিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ট্রলিটি আটক করেছে এলাকাবাসী। তবে ট্রলিরচালক পালিয়ে গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.