গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে আসমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রাতে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।মৃত আসমা বেগম টুঙ্গিপাড়া উপজেলার গহওরডাঙ্গা গ্রামের মৃত মোরশেদ শেখের স্ত্রী।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেছেন, রাত সাড়ে ৯টার দিকে আসমা বেগম নামের ওই নারী জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান। ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হবে। নমুনার রিপোট না পাওয়া পর্যন্ত পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। তিনি আরো বলেন, মারা যাওয়া ওই নারী ডায়াবেটিকস রোগে আক্রান্ত ছিলেন। নমুনার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, করোনার উপসর্গ নিয়ে এর আগে কাশিয়ানী উপজেলার বুথপাশা গ্রামে এক নারীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় দুজনের মৃত্যু হলো। এখন পর্যন্ত জেলায় ৯ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রীসহ তিনজন, সদর উপজেলায় তিনজন এবং মুকসুদপুরে তিন পুলিশ সদস্য রয়েছেন।