পিরোজপুর-ভান্ডারিয়ায় করোনায় আক্রান্ত ৩ জন শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিরোজপুর সদর ও ভান্ডারিয়ায় তিন জন । সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই প্রথম পিরোজপুর সদর ও ভান্ডারিয়ায় কোভিড- ১৯ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো। এর আগে সোমবার (১৩ এপ্রিল) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে নারায়ণগঞ্জ ফেরত একজনের করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন জানান, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে নারায়ণগঞ্জ ফেরত দুই জন ও ভান্ডারিয়া উপজেলা সদরের জামিরতলা এলাকায় নারায়ণগঞ্জ ফেরত অপর একজনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে।

এরপর তিনি বলেন, আক্রান্ত তিন জনই হোম কোয়ারেন্টিনে ছিলেন। গত ১২ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়। ১৪ এপ্রিল রাতে ওই রোগীদের রিপোর্ট পাওয়ার পর জানাগেছে তারা কোভিড-১৯ এ আক্রান্ত।

ভান্ডারিয়ার টি এইচ এ জহিরুল ইসলাম জানান, ভান্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা এলাকা লকডাউন করা হয়েছে।

অন্যদিকে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ জানান, বাদুরা এলাকায় দুই জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর বাদুরা গ্রাম লকডাউন করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.