কনস্টেবলের শ্বাসকষ্ট, আতঙ্কে থানা ত্যাগ করল পুলিশ সদস্যরা

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে এক কনস্টেবল শ্বাসকষ্ট শুরু হলে, করোনা আক্রান্ত সন্দেহে থানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্যান্য পুলিশ সদস্যরা থানা ত্যাগ করে বেরিয়ে পড়েন।

বুধবার করোনা আক্রান্ত সন্দেহে অসুস্থ কনস্টেবলকে সদর আধুনিক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

অপরদিকে দুর্যোগপূর্ণ অবস্থায় যেন কাজ বন্ধ না থাকে সেজন্য থানার পুলিশকে দুভাগে বিভক্ত করা হয়েছে। এক অংশ স্থানীয় শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে থানার কার্যক্রম পরিচালনা করছেন।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, থানার একজন কনস্টেবল শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেশি হওয়ায় তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত নন। সন্দেহজনক হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার তার রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে।

তিনি বলেন, থানার কাজের সুবিধার্থে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। যদি কেউ সংক্রমিত হন তা হলে যেন অন্য একটি অংশ থানার কাজ চালিয়ে রাখতে পারে সেজন্য থানা থেকে একটি অংশ ভাগ করে কমিউনিটি সেন্টারে আনা হয়েছে। তারা ২/৩ দিন ধরে দুভাগে বিভক্ত হয়ে কাজ করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.