বৃহস্পতিবার ভোরে রাজধানীর শেরেবাংলা নগরে সেনাবাহিনীর একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের পাশে দুই রাস্তার মাঝের ডিভাইডারে বাড়ি খেয়ে উল্টে যায় ট্রাকটি। পুলিশ জানিয়েছে, ট্রাকে শুধুমাত্র একজন চালক ছিলেন।
পুলিশের শেরেবাংলা নগর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সকালে ট্রাকটি উল্টে দুর্ঘটনা কবলিত হয়। এরপর সেনাসদস্যরা এসে ঘটনাস্থল কর্ডন করে ফেলেন।
ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার বিষয়ে পুলিশের কাছে আর কোন তথ্য নেই। তবে সেনা সদস্যরা জানিয়েছে তারা নিজস্ব রেকার এনে গাড়িটি নিজ দায়িত্বে সরিয়ে নেবে।